যারা দিনের বেলায় আমাদের সাথে ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণায় থাকছেন, তাদের মধ্যে কিছু মানুষ রাতে অন্য প্রার্থীর পক্ষে গুণগান করবেন, এমন ব্যক্তিদের জনগণ চিহ্নিত করবে এবং তারাই ব্যবস্থা নেবেন বলে আমরা বিশ্বাস করি।
আমাদের বা ধানের শীষের যদি আপনার পছন্দ না হয়, তাহলে অন্য যার পছন্দ তার সাথে খোলাখুলি থাকুন, কোনো সমস্যা নেই।
ধানের শীষ বিজয় হলে দেশের উন্নয়ন হবে, দেশের মানুষ ১২ তারিখ সঠিক সিদ্ধান্ত নেবেন এবং ধানের শীষের বিজয় হবে।
শরিসা ইউনিয়নের বহলাডাংগা বাজার, শরিসা বাজার, পিড়ালি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় এসব কথা বলেন রাজবাড়ী - ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
শরিসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল আলম হুমায়ুনের সভাপতিত্বে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, শরিসা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হারুন অর রশীদ কালাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির সহ-সভাপতি রবিউল ইসলাম পলাশসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর