দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ। এছাড়াও তিনি আরও পোষ্টার ব্যালটের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এ প্রথম। এ উদ্যোগ নিতে সরকারের অনেক পর্যালোচনা করতে হয়েছে।
এটি কঠিন একটি কাজ ছিলো। এতে প্রচুর ওয়েব ও গ্লোবাললিটি ছিলো। এটির প্রয়োজনীয় নিরাপত্তা দিতে হবে। এটি সংরক্ষণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট ব্যবস্থা নিতে হবে। পোষ্টার ব্যালটে ১১৯ টি চিহ্ন আছে এটি সূক্ষ্ম বিধায় কাউকে ও হল রুমে কলম নিয়ে যাওয়ার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স টিমের সভা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নোয়াখালী শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেঃ কর্নেল চোধুরী মোহাম্মদ আলী হায়দার,নোয়াখালী জেলা সমন্বয়ক নৌবাহিনী কমান্ডার মাসুমুর হক, বাংলাদেশ কোষ্টগার্ড হাতিয়া জোনের লেফটেনেন্ট এম এ হোসেন, নোয়াখালী পুলিশ সুপার টি, এম মোশাররফ হোসেনসহ জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও বিজিবি,
র্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর