কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছে। তারা বর্তমানে উখিয়ার কুতুপালং এলাকায় অবস্থিত এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জর পাড়ার মাঝামাঝি নাফ নদীসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কিশোররা হলো- কাঞ্জর পাড়ার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. আব্দুল্লাহ (১৭)।
স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, সকালে সোহেল ও আব্দুল্লাহ সীমান্তঘেঁষা নাফ নদীতে মাছ ধরতে যায়। এ সময় মিয়ানমার সীমান্তের ওপার থেকে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হয়। তাদের মাথা, হাত ও পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। তবে আঘাতের ধরন দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গুলি ভারী অস্ত্র থেকে ছোড়া হয়নি।
ঘটনার পর স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে দ্রুত উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গেছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর