দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এখন পর্যন্ত খেলা চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলগত সাফল্যের পাশাপাশি একাধিক ক্রিকেটারের ব্যক্তিগত নৈপুণ্যের সরাসরি প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে। এতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি নারী ক্রিকেটারের অবস্থানে।
সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে ফিফটি হাঁকানো শারমিন আক্তার ব্যাটারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক লাফে ২২ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫তম স্থানে। এটি শারমিনের ক্যারিয়ারের সর্বোচ্চ র্যাংকিং।
ধারাবাহিক পারফরম্যান্সে র্যাংকিংয়ে বড় উন্নতি করেছেন ওপেনার দিলারা আক্তারও। নামিবিয়ার বিপক্ষে ২৫ রান এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৫ রানের ইনিংস খেলার সুবাদে তিনি ৩৩ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা একশ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন। বর্তমানে তিনি যৌথভাবে ৭০তম স্থানে অবস্থান করছেন।
এ ছাড়া র্যাংকিংয়ে অগ্রগতি হয়েছে সোবহানা মোস্তারিরও। শেষ দুই ম্যাচে ২৭ ও ৩০ রানের ইনিংস খেলে তিনি ১১ ধাপ এগিয়ে যৌথভাবে ৫২তম স্থানে উঠে এসেছেন। তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তারও ১৭ ধাপ উন্নতি করে এখন রয়েছেন ৮৩তম স্থানে।
বোলারদের তালিকাতেও সুখবর পেয়েছে বাংলাদেশ। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার সুবাদে ফাহিমা খাতুন ছয় ধাপ এগিয়ে বর্তমানে ৩০তম স্থানে অবস্থান করছেন। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলাও ছয় ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৫৪তম স্থানে। অন্যদিকে নামিবিয়ার বিপক্ষে তিনটি ও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ এগিয়ে এখন ১৪তম স্থানে রয়েছেন।
বাছাইপর্বে টানা জয়ের পাশাপাশি ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ক্রিকেটারদের এই উন্নতি বাংলাদেশের নারী ক্রিকেটের জন্য বড় প্রাপ্তি হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর