মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার ও জাতীয় কংগ্রেস পার্টির (NCP) নেতা অজিত পওয়ার আজ (২৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে মুম্বাই থেকে বারামাতির দিকে যাত্রা করার সময় এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ছিলেন বিমানচালক ও পওয়ারের নিরাপত্তা কর্মী। বুধবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্যরা হলেন- পাইলট এবং পাওয়ারের নিরাপত্তা কর্মী। বিমানটিতে ওই পাঁচজনই ছিলেন বলে জানা গেছে। আজ অজিত পাওয়ারের বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেয়ার কথা ছিল।
ঘটনাস্থল থেকে পাওয়া দৃশ্যে দেখা যায়, দুর্ঘটনাকবলিত বিমানের ধ্বংসাবশেষে আগুন ও ধোঁয়া উঠছে। বিমানের অংশগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হতাহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেয়া হচ্ছে।
জরুরি অবতরণের কারণ কী ছিল, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। বুধবার সকাল প্রায় ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করেছিল।
প্রসঙ্গত, ২০২৩ সালে অজিত পওয়ারের নেতৃত্বে NCP পার্টি দুই ভাগে বিভক্ত হয়েছিল—একটি অংশ তার নেতৃত্বে এবং অন্যটি শারদ পওয়ারের নেতৃত্বে। পরে তিনি NDA সরকারের সঙ্গে যুক্ত হয়ে মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিস্টার হন। সম্প্রতি দুই ধাপের মধ্যে পার্টির পুনর্মিলনের চেষ্টা চলছে এবং পিম্প্রি চিন্চওয়াড পৌরসভায় তারা যৌথভাবে নির্বাচনে অংশ নিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর