আগামী সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের আওতাধীন খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩ টি সংসদীয় আসনে( ৩৪৪) টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে বিজিবি।
(২৮শে) জানুয়ারি বুধবার সকালে রামগড় জোন ৪৩ বিজিবি এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশের মতো আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে মাঠে নামবে বিজিবি।
সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি রামগড় জোনের আওতাধীন রামগড় ও চট্টগ্রামের ফটিকছড়ি এবং মীরসরাই উপজেলার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটে অংশ নিতে পারেন সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও ভোটের পরিবেশ আশঙ্কামুক্ত রাখতে বেইস ক্যাম্প করে কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড মোতায়ন, হেলিকপ্টার ও কুইক রেসপন্স টিম গঠনের কথা জানান তিনি।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর