রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সিদরাবাদ (কলাবুনিয়া) এলাকায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী একটি সফল ও তাৎপর্যপূর্ণ বিশেষ অভিযান পরিচালনা করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লংগদু জোন (৩ বীর) এর নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স এই অভিযান পরিচালনা করে। এর আগে বুধবার রাতেও পরিচালিত হয় এ অভিযান।
অভিযান চলাকালে ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী সংগঠনের ব্যবহৃত তিনটি সুসংগঠিত গোপন আস্তানা শনাক্ত করে তা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এসব আস্তানায় এলএমজি পোস্ট, বিশ্রামস্থল, ৭.৬২ মি.মি. এফসিসি, ক্রলিং ট্রেঞ্চ ও রান্নাঘরের অস্তিত্ব পাওয়া যায়। যা সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার সুস্পষ্ট প্রমাণ বহন করে।
অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযান শুরুর আগেই সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।
অভিযান চলাকালে লংগদু জোন (৩ বীর) পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাপক তল্লাশি ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে।
এই সফল অভিযান ৩ বীর (তেজস্বী বীর) ইউনিটের পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের গোয়েন্দা-নির্ভর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর