রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নতুন বিনোদনের দ্বার উন্মোচন হলো। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের মেঘনা খামারপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হযরত আলী মন্ডল। পারিবারিক ও সামাজিক আয়োজনে বিনোদন কেন্দ্রটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক, সাবেক ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু বক্কার, পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা মোঃ সেলিম ও রক্তিম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতার ছয় ফুফু— রাবিয়া খাতুন, আনোয়ারা বেগম, কুলসুম বেগম, শাহিদা খাতুন, সালেহা বেগম ও জাহানারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান মন্ডলসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, “আমাদের পাংশা উপজেলায় তেমন কোনো মানসম্মত বিনোদন কেন্দ্র নেই। এই অঞ্চলের মানুষকে একটু আনন্দ উপভোগ করার জন্য অনেক দূরে যেতে হয়। সেই চিন্তা থেকেই পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। আশা করি, এটি শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের জন্য আনন্দ ও বিনোদনের একটি সুন্দর জায়গা হয়ে উঠবে।”
পল্লীগ্রাম বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা রক্তিম হোসেন বলেন, “আমাদের এলাকার মানুষের বিনোদনের কথা চিন্তা করেই পল্লীগ্রাম বিনোদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছি। পাংশা অঞ্চলে বিনোদনের সুযোগ খুবই সীমিত হওয়ায় পরিবার-পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে মানুষকে অনেক দূরে যেতে হয়। এই কষ্ট লাঘব করতেই আমাদের এই ছোট প্রয়াস। আমরা চাই, এই বিনোদন কেন্দ্রটি যেন শিশু-কিশোর, তরুণ ও বয়স্ক—সবার জন্য নিরাপদ ও আনন্দময় একটি মিলনকেন্দ্র হয়ে ওঠে। এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া থাকলে ভবিষ্যতে এটিকে আরও আধুনিক ও সুন্দরভাবে গড়ে তোলা হবে।”
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর