ময়মনসিংহের ভালুকায় তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে যাওয়া সোহেল মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র কৌশিক আহমেদ সোহান চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় মারা যান।
জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদীয়া ৪ নং ওয়ার্ডস্থ মায়ের মসজিদ এলাকার বাসিন্দা মোঃ আব্দুল কুদ্দুসের একমাত্র ছেলে কৌশিক আহমেদ সোহান গত বুধবার বিকেল তিনটায় স্কুল শেষে বন্ধু স্নেহের মোটরসাইকেলে আরেক বন্ধু শুভকে নিয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্বশা সিএনজি পাম্পের সামনে ঢাকাগামী একটি বাসের সঙ্গে ধাক্কা খেয়ে তিন জনই গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় কৌশিক মারা যায়। স্নেহর অবস্থাও আশঙ্কাজনক।
তার অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, স্কুলের বন্ধু বান্ধব ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর