নদী দখলকারীরা এ যুগের রাজাকার: নৌমন্ত্রী

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৬ পিএম

নদী দখলকারীরা এ যুগের রাজাকার বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। রোববার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

বিশ্ব নদী দিবস-২০১৬ উপলক্ষ্যে জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ নদী পরিব্রাজক যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় শাজাহান খান বলেন, যারা নদী দখল করছে তারা হচ্ছে এই যুগের রাজাকার। অসুস্থ রাজনীতির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়ে ছিলাম, তেমনিভাবে নদী দখলকারীদের বিরুদ্ধেও আমরা কঠোর ব্যবস্থা নিব। ‘যত বড় প্রভাবশালী ব্যক্তি হোন না কেন কেউ নদী দখল করতে পারবে না’ যোগ করেন তিনি।

তিনি বলেন, নদী দখলকারীদের বিরুদ্ধে আন্দোলনের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী রক্ষা করার জন্য তিনি টার্সফোর্স গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। নদী রক্ষাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। আশা করি এ ক্ষেত্রেও আমাদের জয় অনিবার্য।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জাফর আহমেদ খান, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: