বুয়েটে 'মেকানিকাল ফেসটিভাল ২০১৬'

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৬, ১২:১১ এএম

আইসিটি ডেস্ক: দেশের সেরা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটে অনুষ্ঠিত হচ্ছে 'মেকানিকাল ফেসটিভাল ২০১৬'। তিন দিন ব্যাপি এই আয়োজন চলবে বৃহস্পতিবার (২০ অক্টোবর) পযর্ন্ত। আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড তাদের আমদানিকৃত আসুসের পণ্য সামগ্রী নিয়ে প্রদর্শণীর আয়োজন করেছে। ফেসটিভালটিতে আসুস বাংলাদেশের গেমিং পার্টনারশিপে চলছে 'ইন্টার ইউনিভাসির্টি গেইমফেস্ট।' প্রোগ্রামটিতে টানা তিন দিনব্যাপী ফিফা ১৬, এনএফএস মোস্ট ওয়ানটেড ও কল অফ ডিউটি প্রতিযোগিতা চলবে।

কলেজ এবং ইউনিভার্সিটির যে কোন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বুয়েটের মেকানিকাল বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: