চুয়াডাঙ্গায় দুই নারী প্রতারককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৬, ১২:২৯ এএম

চুয়াডাঙ্গায় দুই নারী প্রতারককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন ক্লিনিক ও প্যাথলোজিতে নিয়ে প্রতারণা করার অপরাধে তাদের প্রত্যেককে এক হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা পরিশোধ করে তারা মুক্ত হন।

জানা গেছে, পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান বৃহস্পতিবার বেলা ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। এ সময় পুলিশ হাতেনাতে দু’নারী প্রতারককে আটক করেন। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমণিগঞ্জের ইছাহক ম-লের মেয়ে নাসিমা খাতুন ও আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের দিনু মোল্লার মেয়ে মৌ খাতুন। পরে উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: