নিহত আব্দুর রহমনাই নব্য জেএমবির প্রধান

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৬, ০৪:০২ পিএম

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানিয়েছে, রাজধানীর আশুলিয়ায় র‌্যাবের অভিযানে নিহত জঙ্গি আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান ছিলেন।

২১ অক্টোবর শুক্রবার সকালে এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব। এর আগে আইজিপির বরাত দিয়ে সংবাদমাধ্যমে খবর হয়েছিলো- নারায়ণগঞ্জে পুলিশেরঅভিযানে নিহত তামিম চৌধুরী নব্য জেএমবি প্রধান ছিলেন। আজ বেলা ১১টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‌্যাব।

র‌্যাব বলছে, নিহত আব্দুর রহমনাই নব্য জেএমবি প্রধান সারোয়ার জাহান ওরফে শায়খ আবু ইব্রাহিম আল হানিফ।

ক্ষুদে বার্তায় আব্দুর রহমানের ঘনিষ্ট দুই সহযোগী নাফিস আহম্মেদ নয়ন ও হাসিবুল হাসানকে ২৭ লাখ ৭০ হাজার টাকাসহ আটকের কথাও বলেছে র‌্যাব।

গত ৮ অক্টোবর সাভারের গাজিরচট এলাকায় একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালায় র‌্যাব। সে সময় পাঁচতলা ভবনের উপর থেকে লাফিয়ে পালানোর

চেষ্টা করেন আব্দুর রহমান। ব্যর্থ হয়ে আহত অবস্থায় র‌্যাবের হাতে আটক হন তিনি। পরে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে
ওই রাতেই মারা যান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: