শুক্রবার স্মার্ট কার্ড পাচ্ছেন যারা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৬, ০৫:০০ পিএম

ঢাকা: রাজধানীর উত্তর সিটি করপোরেশনের কয়েকটি স্থানে আজ শুক্রবার বিতরণ করা হচ্ছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড)। স্মার্ট কার্ড বিতরণ কাজ শুরু হয়েছে গেল ৩ অক্টোবর থেকে।

২১ অক্টোবর শুক্রবার ঢাকা উওর সিটি করপোরেশনের উত্তরার আব্দুল্লাহপুর এলাকার পুরুষ নাগরিকদের মাঝে এ কার্ড বিতরণ হবে।

প্রথম ধাপের কার্ড বিতরণ শেষে দ্বিতীয় ধাপে বরিশাল, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি করপোরেশনগুলোতে বিতরণ করা হবে। তৃতীয় ধাপে দেশের ৬৪টি সদর উপজেলায় ও চতুর্থ পর্যায়ে বাকি সব উপজেলাসহ দেশের সব স্থানে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত যেকোনো তথ্য জানাতে একটি হেল্প ডেস্ক খুলেছে ইসি। যেকোনো সমস্যায় ১০৫ নম্বরে কল করে জাতীয় পরিচয় নিবন্ধন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধান করা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: