ফিলিপাইনে টাইফুন হাইমার আঘাতে নিহত ১২

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৬, ০৫:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে টাইফুন হাইমার আঘাতে অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

২১ অক্টোবর শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা। নিহতদের মধ্যে আটজন দেশটির করডিল্লেরা অঞ্চলের বাসিন্দা।

কর্মকর্তারা জানিয়েছেন, তারা হাইমার আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করছেন। তবে, দেশটির উত্তরের প্রদেশগুলোতে কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিশ্চিত হয়েছেন।

জানা গেছে, বুধবার ঘন্টা ২২৫ কিলোমিটার গতি নিয়ে কাগায়ান এলাকায় আঘাত হানে সুপার টাইফুন হাইমার। প্রবল বাতাস ও বৃষ্টিপাতের কারণে এ অঞ্চলের ৫০ থেকে ৬০ হাজার হেক্টর ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে।

এদিকে টাইফুনটির গতিপথ পরিবর্তিত হয়ে এখন এটি হংকংয়ের দিকে যাচ্ছে। টাইফুন পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, দুপুর নাগাদ হাইমা হংকংয়ের কাছাকাছি অবস্থান নেবে। এটি ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে হংকং উপকূলের দিকে যাচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: