৬ দিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৬, ০৯:৪৪ পিএম

ঢাকা: আজ শুক্রবার থেকে আগামী ছয় দিন পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। সাবমেরিন কেব্‌লের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সাময়িক সমস্যা হতে পারে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিসিএল।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার (২১ অক্টোবর) সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বেলা দুইটা পর্যন্ত সাবমেরিনকেব্‌লের সিঙ্গাপুর প্রান্তের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এ কারণে বাংলাদেশে ইন্টারনেট সেবা সাময়িক বিঘ্নিত হতে পারে।

তবে এ সময়ের জন্য বিটিসিএলের গ্রাহকদের ইন্টারনেট সেবা বিকল্প ব্যবস্থায় চালু রাখা হবে বলেও জানানো হয়েছে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: