দ্বিতীয় দিনটিও বাংলাদেশের

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৬, ১১:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক: দিনের খেলা শেষ হতে বাকি ছিল আর মাত্র তিন ওভার। এদিকে নিজের হাফ সেঞ্চুরির জন্য দলীয় অধিনায়ক মুশফিকের দরকার ছিল মাত্র ২ রান। কিন্তু শক্রবার শেষ বেলায় এসে চাপ নিতে পারলেন না মুশফিকুর রহিম।

ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকসকে যেন দিনের শেষের দিকে নিজের উইকেটটি বিলিয়ে দিয়ে আসলেন মুশফিক। চাপে ভেঙ্গে পড়ে ব্যক্তিগত ৪৮ রানেই সাজঘরে ফিরে গেছেন তিনি। ৭৭ বলে ৬টি চারে এই ইনিংস খেলার পর বেন স্টোকসের বলে জনি বেয়ারস্টোর হাতে তালিবন্দি হন মুশফিক।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ২২১ রান। হাতে আছে এখনও পাঁচ উইকেট। আর ইংল্যান্ডের চেয়ে মাত্র ৭২ রান দূরে আছে টাইগাররা। সাকিব ৩১ রান করে অপরাজিত আছেন। সাথে কোনো রান না করে অপরাজিত আছেন শফিউল ইসলাম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: