আ'লীগের কাউন্সিলকে ঘিরে বিলবোর্ডে ছেয়ে গেছে নীলফামারী

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৬, ০৬:০০ এএম

আওয়ামীলীগের কেন্দ্রীয় কাউন্সিলকে ঘিরে নীলফামারী শহর বড় বড় বিলবোর্ড-এ ছেয়ে গেছে। শহরের আনাচে কানাচে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও দলীয় প্রধান শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত বড় বড় বিলবোর্ড শোভা পাচ্ছে।

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি যত্রতত্র ব্যবহারের উপর বিধি নিষেধ থাকলেও নীলফামারীতে কে শুনে কার কথা। বঙ্গবন্ধুর ছবিতে নিজের নাম ব্যবহার করে নিজেকে হাসিল ও রাজনৈতিক ফায়দা লুটানো অনেকটা নিয়মে পরিণত হয়েছে নীলফামারী জেলায়। হরহামেশাই দেখা যায় শেখ বঙ্গবন্ধুর ছবি ব্যবহারের।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কাউন্সিলকে ঘিরে গত দু’দিনে নীলফামারী শহরের আনাচে কানাচে বঙ্গবন্ধুর ছবি ছাড়াও দলীয় প্রধান শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের ছবি সম্বলিত বড় বড় বিলবোর্ড-এ ছেয়ে গেছে। কোন কোন বিলবোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির নিচে অনেক আওয়ামীলীগ নেতা শুধু নিজেদের নাম ব্যবহার করারও দৃষ্টতা দেখিয়েছেন। এ নিয়ে প্রশ্ন জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: