ইনুর দলের ৭ নেতাকে অব্যাহতি

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৬, ০৬:০৮ এএম

ঢাকা: একের পর এক দলের শৃংখলা ভঙ্গ করার সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাত নেতাকে সকল পদ-পদবী ও দায়-দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

শুক্রবার জাসদের দফতর সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেএকথা জানানো হয়।

অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন- সহসভাপতি ইন্দু নন্দন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, সাংগঠনিক সম্পাদক করিম সিকদার, সদস্য শরীফ নূরুল আম্বিয়া, সদস্য মইনউদ্দিন খান বাদল ও সদস্য মুশতাক হোসেন।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির চতুর্থ সাধারণ সভা শুক্রবার বিকাল ৪টায় দলীয় সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় গত ১২ মার্চ অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কাউন্সিলের দিন থেকে ধারাবাহিকভাবে দলের শৃংখলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করার সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত ওই সাত নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: