ময়মনসিংহে মাদকসহ ‘সাংবাদিক’ আটক

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৬, ০৪:৪২ পিএম

ময়মনসিংহ পুলিশ ‘সাপ্তাহিক বাংলার দর্পণ’ পত্রিকার সাংবাদিক পরিচয়দানকারী ওয়াহিদ খান আরিফ ও তাঁর দুই সহযোগীকে মাদকসহ আটক করেছে। আরিফের কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে তাঁর মোটরসাইকেল। আটক তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে একটি মামলা করেছে পুলিশ। ময়মনসিংহ ৩ নম্বর টাউন ফাঁড়ির টিএসআই হাবিবুর রহমান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। হাবিবুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে আরিফ নিজেকে সাপ্তাহিক বাংলার দর্পণ পত্রিকার ক্রাইম রিপোর্টার বলে জানান। সাংবাদিক আরিফ তাঁর সহযোগী শহীদুল ইসলাম মামুন ও রবিউল ইসলাম রবিকে নিয়ে মাদক বেচাকেনার জন্য শহরের গোপন আস্তানায় যাচ্ছিলেন। গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যায় শহরের ভাংগারপুল নামক স্থানে আরিফের গতি রোধ করে পুলিশ। তাঁর দেহ তল্লাশি করে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা করা হয় তাঁর মোটরসাইকেল। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। আরিফসহ তাঁর দুই সহযোগী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন বলে দাবি হাবিবুর রহমানের।

আটক ব্যক্তিরা শহরের হাজিবাড়ি এলাকার বাসিন্দা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: