প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসায় বিদেশিরা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৬, ০৯:৩৩ পিএম

ঢাকা: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে দলটির সভানেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে প্রশংসা করেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন তারা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার পাশাপাশি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বেরও প্রশংসা করেন বিদেশীরা। বাংলাদেশ উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলেও বিশ্বের বিভিন্ন দলের নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর ভাইস প্রেসিডেন্ট বিনয় প্রভাকর এমপি, বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশের জননেত্রীই নন, পুরো দক্ষিণ এশিয়ার জননেত্রী। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী, সংসদ উপনেতা পার্থ চ্যাটার্জি পার্থ বলেন, সোনার বাংলা তৈরি করতে কাজ করে যাচ্ছেন তিনি। দেশের উন্নয়নে তার অবদান অনেক।

এছাড়া বিশ্বের আজ শনিবার সকাল ১০টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেলা সাড়ে ১১টার দিকে বিদেশি অতিথিরা বক্তব্য শুরু করেন। শুরুতেই চীনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার ঝেং জিয়াওজং। এরপর একে একে বক্তব্য রাখেন শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির সংসদ সদস্য মোহাম্মদ হাশিম, ভারতের ক্ষমতাসীন বিজেপির সহ-সভাপতি বিনয় প্রভাকর, ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমান বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ, রাশিয়ার সংসদ সদস্য সের্গেই জেলিজনিয়াক প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: