গোপালগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধণা 

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৬, ১২:২৪ এএম

গোপালগঞ্জে শ্রীশ্রী হরিচাঁদ-গুরুচাঁদ সেবা সংঘের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধণা প্রদাণ করা হয়েছে।
মতুয়া দর্শনের আকর গ্রন্থ হরিলীলামৃতের শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার রতে কেন্দ্রীয় সার্বজনীন কালিবাড়ি চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান। অনুষ্ঠানে বিশ্ব মানব কল্যাণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল করেন মতুয়াচার্য সুব্রত ঠাকুর। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব প্রণয় কান্তি বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাগর সাধু ঠাকুর।

আয়োজক সংগঠনের সভাপতি মতুয়া এ্যাড. মিহির কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সুবল চন্দ্র রায়, পংকজ মজুমদার, প্রকাশ চন্দ্র ভক্ত, রতন বালা, উজ্জ্বল বিশ্বাস সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি কৃতি ৩৭ শিক্ষার্থীর হাতে সস্বর্ধণার ক্রেস্ট, হরিলীলামৃত, শ্রীশ্রী গুরুচাঁদ চরিত গ্রন্থ ও নগদ অর্থ তুলে দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: