কাশ্মিরে গোলাগুলিতে ১ ভারতীয় সেনা নিহত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৬, ০২:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতের সেনাদের গোলাগুলিতে এক ভারতীয় জওয়ান মারা গেছে। জম্মু-কাশ্মীরের হিরানগর সীমান্তে গুলিতে মারাত্মক আহত হয়ে মারা যান জওয়ান গুরনাম সিং।

পাকিস্তানকে এর সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে জম্মু-কাশ্মিরে পাকিস্তানি গুপ্তচরসহ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের দুই সদস্যকে আটকের দাবি করেছে ভারত। কাশ্মীর সীমান্তবর্তী বারামুল্লা ও সামবা এলাকায় পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক দুই জঙ্গির কাছ থেকে এ কে ফোর্টি সেভেনসহ একাধিক অস্ত্র ও বিস্ফোরক পাওয়া গেছে। ১৬ আগস্ট ভারতীয় সেনাদের ওপর হামলার সঙ্গে তাদের যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: