আ'লীগের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৬, ০৪:২৬ পিএম

সুষ্ঠ এবং সুন্দরভাবে প্রথম দিনের অধিবেশন শেষ করে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশন শুরু হয়েছে।

রোববার সকাল ৯টা ৪০ মিনিটে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কাউন্সিলের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে।

এর আগে সকাল ৯টা ৩৫ মিনিটে কাউন্সিলস্থলে আসেন আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কাউন্সিল অধিবেশনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কাউন্সিলরা যোগ দিয়েছেন। এছাড়া ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের বাইরে দলের হাজার হাজার নেতা-কর্মী অবস্থান নিয়েছে।

এদিকে কাউন্সিল অধিবেশনে বক্তব্য দিবেন দেশের বিভিন্ন জেলার সাংগঠনিক নেতারা। তাদের বক্তব্য শেষে দলের গঠনতন্ত্র, ঘোষণাপত্র সংশোধনী অনুমোদনের পর নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। বর্তমান কমিটি ভেঙে দিয়ে কার্যনির্বাহী সংসদের নতুন কমিটি নির্বাচন করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: