‘বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক নয়’

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৬, ১১:২৩ পিএম

ঢাকা:‘বিদেশে থেকে দলীয় পদ ধরে রাখা ঠিক নয়, আমি দেশ ও দলের জন্য কাজ করে যেতে চাই পদের জন্য নয়।’-বলেছেন প্রধানমন্ত্রীর পুত্র ও বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।

২৩ অক্টোবর রোববার বিকেলে আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে দলের গবেষণা সেল সিআরআইয়ের স্টলে গেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে জয় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২০তম সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে যোগ দেন। এ সময় কাউন্সিলররা তাকে স্বাগত জানান।

এদিকে গতকাল থেকে আজ পর্যন্ত জেলার নেতারা তাদের বক্তব্যে জয়কে গুরুত্বপূর্ণ পদে রাখার দাবি জানায়। আওয়ামী লীগের সম্মেলনে এবারই প্রথম কাউন্সিলর হয়েছেন জয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: