‘প্রধানমন্ত্রীর বক্তব্য গণতন্ত্রের জন্য বিপদজনক’

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৬, ০৭:২৪ পিএম

আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের দ্বিতীয় দিনে দেয়া দলটির সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য গণতন্ত্রের জন্য বিপদজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আফসার আহমেদ সিদ্দিকীর ১৫তম মৃত্যুবার্ষিকী স্বরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।আফসার আহমেদ সিদ্দিকী স্মৃতি ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গতকাল আওয়ামী লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন বিএনপিকে ক্ষমতায় আসতে দেয়া হবে না। যেকোন মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তার এ বক্তব্য গণতন্ত্রের জন্য বিপদজনক।

ফখরুল বলেন, অথচ কাউন্সিলের প্রথম দিন বিদেশী অতিথিদের সামনে তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল কিন্তু গতকাল দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমেই বোঝা যায় তারা কি চায়। তারা এখন স্বপ্ন দেখছে ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে।

দেশে গণতন্ত্র নেই দাবি করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র পুনুরুদ্ধার করতে হবে। সে জন্য বিএনপির এখন সবচেয়ে বেশী প্রয়োজন নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা।

বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম আফসার আহমেদ সিদ্দিকী সম্পর্কে ফখরুল বলেন, মৃত্যুর আগে পর্যন্ত বিএনপির জন্য তিনি ভূমিকা রেখে গেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার অবদান ছিল অনেক। এত কম সময়ে তার বর্ণনা দেয়া সম্ভব না।

আয়োজক সংগঠনের আহ্বায়ক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: