আক্কেলপুরে ভিজিডি’র ২৩ বস্তা চাল আটক 

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৬, ০৫:০৫ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে ৩০ কে.জি. ওজনের ২৩ বস্তা ভিজিডি’র চাল আটক করেছেন থানা পুলিশ। এব্যাপারে থানায় মামলা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের মুজিবর রহামান কলেজের পিছন থেকে ২টি রিক্স্রা ভ্যান বোঝায় খাদ্য গুদামের সিল যুক্ত ৩০ কেজি ওজনের ২৩ বস্তায় ৬’শ ৯০ কেজি চাল আটক করেছেন।ভ্যান চালক কানুপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও ইদ্রিস আলী জানান, চালগুলি কানুপুর গ্রামের নাজু মন্ডলের পুত্র সাবু মিয়া আক্কেলপুরে তুলশী গঙ্গা নদীর ব্রীজের পুর্ব পার্শ্বে পৌছে দেয়ার জন্য তাদের ভ্যান ভাড়া করেছেন। সেখানে তার উপস্থিত থাকার কথা কিন্তু পুলিশ সেখানে পৌছার পুর্বই চালগুলি আটক করে থানায় নিয়ে যান।
এ ব্যাপারে আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (দারোগা) আশিক ইকবাল বাদী হয়ে একটি মামলা করেছেন। এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: