জেলা পরিষদ নির্বাচনের তফসিল নভেম্বরে

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৬, ১১:১৬ পিএম

ঢাকা: নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

২৫ অক্টোবর মঙ্গলবার নির্বাচন কমিশনার (ইসি) তার কক্ষে বিষয়টি জানান।ইতোমধ্যে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই চিঠির আলোকে কমিশন বৈঠক করে তফসিল ঘোষণা করবে।

শাহনেওয়াজ জানা, নির্বাচনীবিধি ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করে কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিংসহ চূড়ান্ত অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

উল্লেখ্য,তিন পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে ২৮ ডিসেম্বর প্রথমবার মতো এ নির্বাচন হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: