‘জনগণের পেছনে বিদ্যুৎ ঘুরবে’

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৬, ০৬:১২ এএম

সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, শার্শার জনগণ একদিন রাজনৈতিক নেতাদের পেছনে ঘুরে জুতার সুখতলা ক্ষয়ে ফেললেও বিদ্যুতের আলো তাদের ভাগ্যে জোটেনি। শেখ হাসিনার গঠন করা আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর শার্শাসহ সারা দেশের মানুষের বিদ্যুতের চাহিদা মিটাতে কাজ করে চলেছে। ইতিমধ্যে ৩ হাজার মেঘাওয়াট থেকে উন্নিত করে ১৫ হাজারে পৌঁছেছে। তাই অদূর ভবিষ্যতে শার্শাসহ সমগ্র বাংলাদেশের জনগনের পেছনে বিদ্যুৎ ঘুরবে, বিদ্যুতের পেছনে জনগণ নয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শার্শার উলাশী ইউনিয়নের জিরেনগাছা গ্রামে ১৫৬ পরিবাদের মাঝে নতুন বিদ্যুতের সঞ্চালন লাইনের উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান আলহাজ আয়নাল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, সম্পাদক আলহাজ নুরুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ভাইস চেয়ারম্যান আলহাজ মেহেদি হাসান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান মুরাদ, শার্শা পল্লী বিদ্যুতের ডেপুটি ম্যানাজার মোনোয়ারুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান শেষে জিরেনগাছা গ্রামের ১৫৬ পরিবাদের মাঝে নতুন বিদ্যুতের সঞ্চালন লাইনের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: