‘নীরবে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি’

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৬, ০৯:৪১ পিএম

ঢাকা: পদ্মা সেতুর সঙ্গে বিশ্বের কাছে জাতির সম্মান জড়িয়ে আছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুকে আমরা অতি গুরুত্ব দিয়ে নীরবে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছি। এ নিয়ে আমাদের কোন তোলপাড় নেই।

২৮ অক্টোবর শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর দোগাছি এলাকায় পদ্মা সেতু সার্ভিস এরিয়া সভাকক্ষে পদ্মা সেতুর অগ্রগতি সম্পর্কে এ কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, এরইমধ্যে সেতুর ৩৯ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। পদ্মা সেতুর দৃশ্যমান অগ্রগতির মধ্যে দুই থেকে তিন মাসের ভেতর প্রথম স্প্যানটি পিলারের ওপর বসবে। এরপর ১৫ দিন পর পরই একেকটি স্প্যান বসানো হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: