‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে’

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৬, ০২:০০ এএম

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় শেখ হাসিনার সরকার অত্যন্ত কঠোর অবস্থানে। যারা এ অপরাধ সংগঠিত করেছে, শাস্তি তাদের পেতেই হবে।’

শুক্রবার রাজধানীর বনানী মডেল হাই স্কুলে গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা নিজেদের মাইনরিটি ভাববেন না। বাংলাদেশে আপনাদেরও সমান অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টানসহ সকল ধর্মের লোকজন কেউ মেজরিটি, মাইনরিটি বলে সমান অধিকার পাচ্ছে না। সমান অধিকার পাচ্ছে এ দেশের নাগরিক হিসেবে। নিজেদের মাইনরিটি না ভেবে মাথা উচুঁ করে বাঁচবেন, মাথা নিচু করবেন না।’

ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব উদযাপন পরিষদের সভাপতি নকমা দুর্জয় তজুর সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং, সংসদ সদস্য জুয়েল আরেং প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: