গাইবান্ধা'র ঘটনায় আ'লীগের টিম গঠন

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৬, ০৭:৪৭ পিএম

‘গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় চিনিকলের জমি থেকে সাঁওতালদের উচ্ছেদ ঘটনায় সংঘর্ষ ও হতাহতের বিষয়ে তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনতে টিম গঠন করেছে আওয়ামী লীগ। আগামী রবিবার ঘটনাস্থল পরিদর্শন করবে এই টিম।’

শুক্রবার দুপুরে শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, ড. আব্দুস সোবহান গোলাপ, প্রমুখ।

সম্প্রতি আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিএনপি মিথ্যাচার করছে দাবী করে এর প্রতিক্রিয়া জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়, 'রাজনীতির মাঠে বিএনপির মিথ্যাচার বার বার প্রমাণিত। দলটি উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।'

'আওয়ামী লীগ ভোটের অধিকার হরণ করেছে' বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, 'অতীতে বিএনপি'ই মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। আওয়ামী লীগ তা ফিরিয়ে এনেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছে।'

'প্রকৃতপক্ষে বিগত জাতীয় নির্বাচনের বিএনপির অংশ না নেওয়া তাদের রাজনৈতিক ভুল ছিল। আর সেটা আড়াল করতেই তারা এখন মিথ্যাচারের ফুলঝুড়ি করছে' বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।

৭ নভেম্বর বিএনপি সমাবেশের অনুমতি পেয়েও সমাবেশ না করা তাদের গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে হানিফ বলেন, 'তারা পশ্চিমা একটি দেশের নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। আশায় ছিল তাদের ক্ষমতায় বসিয়ে দিবে।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: