নওগাঁয় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৬, ০৬:৩০ এএম

রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শন, জনগনের ক্ষমতায়ন’ এই অঙ্গিকারকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শুক্রবার নওগাঁ সদর সহ জেলার অন্যান্য উপজেলা গুলোতে যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

নওগাঁ জেলা যুব লীগের আয়োজনে শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয় থেকে একাটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে দলীয় কার্য়ালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালীটির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি নওগাঁ সদর আসনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।

পরে দলীয় কার্যলয়ের সামনে জেলা যুবলীগের সভাপতি এ্যাডঃ খোদাদাদ খান পিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি নওগাঁ সদর আসনের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি।

সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহম্মেদ বাদল, বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, প্রচার সম্পাদক দিলিপ চক্রবর্তী, উপ-প্রচার সম্পাদক রনজিত সরকার, দপ্তর সম্পাদক আমিনুল করিম তরফদার সাবু, উপ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, অর্থ সম্পাদক আব্দুল খালেক, মহিলা আওয়ামীলীগের আহবায়ীকা শানাজ মালেক, সদর উপজেলা আওয়মীলীগের সভপতি বীর মুক্তিযোদ্ধা মাববুবুল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, পৌর আয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুস, সেচ্ছাসেবকলীগের সভাপতি নাছিম আহম্মেদ নাছিম, সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি জহরল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক মাহবুবুল হক সোহেল, যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, সাধরণ সম্পাদক ফেন্সি চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি রহমানিয়া আলম রেজভী, সাধারণ সম্পাদক বিমান কুমার রায় সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এর আগে রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। র‌্যালী ও আলোচনা সভায় যুবলীগের কয়েক হাজার নেতা কর্মী অংশ গ্রহন করেন।

পত্নীতলাঃ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে নওগাঁর পতœীতলায় উপজেলা যুবলীগের আয়োজনে শুক্রবার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শূভ সূচনা করা হয়। পরে একটি বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

বিকেলে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনাা সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মাহবুব আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইসহাক হোসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র জোউল কবির চৌধুরী বাবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম শাহীন চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আলহাজ্ব বজলুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ অরুন, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি নজিপুর পৌর কাউন্সিলর আলহাজ্ব আব্দুল মজিদ, জাহাঙ্গির আব্বাসী শিপন, আলহাজ্ব মনিবুর রহমান চৌধুরী (গোল্ডেন), উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক দিলিপ চৌহান, পৌর আওয়ামীলীগের সভাপতি শহীদুল আলম বেন্টু, সাধারন সম্পাদক মিল্টন উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন শফিজ উদ্দীন, বিমান কুমার, অলিপ কুমার, ওবায়দুল হক, মনোয়ার হোসেন সাগর, দুলাল হোসেন, শামীম আক্তার চৌধুরী প্রিন্স, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক রুবেল হোসেন, আব্দুল আহাদ, আরষ, ফিরোজ, শঙ্কু সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ প্রমূখ।

এবাদেও জেলার ধামইরহাট, আত্রাই সহ অন্যান্য উপজেলায় যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: