বরিশালকে হারিয়ে দ্বিতীয় স্থানে রংপুর

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৬, ০৩:৪৫ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে ১২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে রংপুর রাইডার্স।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর। এতে ১৭৬ রানের টার্গেট দাঁড়ায় বরিশালের সামনে। জবাবে ব্যাট করতে নেমে ১৬৩ রানেই গুটিয়ে যায় বরিশালের ইনিংস। এতে রানের জয় পায় রংপুর।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের দলপতি মুশফিকুর রহিম। টস হেরে ব্যাট করতে নামলে আবারো ব্যর্থতার পরিচয় দেন ফর্মহীনতায় ভোগা সৌম্য। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ২১ রানের মাথায় তাইজুল ইসলামের বলে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে রংপুর ওপেনার। বিদায়ের আগে (১৪) রানে প্যাভিলিয়নে ফিরেন তিনি।

এক ওভার বাদে পঞ্চম ওভারের শেষ বলে স্পিনার তাইজুল নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন রংপুরের আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদকে। শাহরিয়ার নাফিসের তালুবন্দি হয়ে ১৪ রানে ফিরেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: