ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৬, ০৬:২৫ এএম

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর শহরের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১২০-এ পৌঁছেছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

ট্রেনের অন্তত ১৪টা কামরা একেবারে দুমড়ে-মুচড়ে গেছে - আর তার প্রায় সবগুলোর ভেতরেই আটকা পড়েছেন অসংখ্য যাত্রী। ইন্দোর থেকে পাটনা যাবার পথে ইন্টারসিটি ট্রেনটি গত রাতে কানপুরের কাছে লাইনচ্যুত হয়। অধিকাংশ যাত্রীই তখন ঘুমোচ্ছিলেন।

জরুরি উদ্ধারকর্মীরা দুমড়ে মুচড়ে যাওয়া বগিগুলোর ভেতর থেকে আটকাপড়া লোকদের বের করে আনার চেষ্টা করছেন। ঠিক কি কারণে ট্রেনটি লাইনচ্যুত হয় তা এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও সংবাদ মাধ্যমের কিছু রিপোর্টে বলা হচ্ছে, রেললাইনে ফাটল থাকার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ভারতে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।-বিবিসি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: