নেদারল্যান্ডস রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগ চুরি

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৬, ০২:৩২ এএম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠান চলাকালে মঞ্চ থেকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনারার ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, একটি ফটোগ্রাফি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত। অনুষ্ঠান চলাকালে ব্যাগটি রাষ্ট্রদূত লিওনি কুলেনারার হাতেই ছিল। কিন্তু মঞ্চে মোমবাতি জ্বালাতে যাওয়ার সময় ব্যাগটি চেয়ারের ওপর রেখে যান। তখনই কেউ একজন ব্যাগটি নিয়ে যায়।ব্যাগের মধ্যে দুইটি ফোন ও প্রয়োজনীয় কিছু কাগজ ছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক রাষ্ট্রদূতের ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনার কথা নিশ্চিত করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: