নাসিকে সেনা মোতায়েনের ভাবনা নেই ইসির

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৬, ০৬:০৯ এএম

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। বিষয়টি নিয়ে আপাতত ভাবছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেনা মোতায়েন না হওয়ার কারণ দেখিয়ে এ সিটি করপোরেশনের গত নির্বাচন বর্জনকারী বিএনপি এবার অংশ নেওয়ারসিদ্ধান্ত নেওয়ার সঙ্গে একই দাবি পুনরায় জানায়।

২২ নভেম্বর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নারায়ণগঞ্জে সুষ্ঠুনির্বাচনের জন্য অবশ্যই সেনা মোতায়েন চাই।

এ ব্যাপারে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, নারায়ণগঞ্জ সিটিসহ সারাদেশে জেলা পরিষদ নির্বাচন রয়েছে; পরিবেশ

বেশও ভাল আছে। সেনাবাহিনী নামানোর মতো পরিস্থিতি নেই।

উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটিতে ভোট হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বৃহস্পতিবার পর্যন্ত।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: