ইবিতে আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন কাল

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৬, ১১:৪২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আয়োজনে ৪র্থ আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল। শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করবেন উপাচর্য (ভিসি) অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (আইইউডিএস) এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২৫ টি বিভাগের অংশগ্রহনে বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রথমে বিতর্কের উপর কর্মশালা এবং বিভিন্ন হলের বিতার্কিকদের মধ্যে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা (ইংরেজী মাধ্যমে) অনুষ্ঠিত হবে। পরে ভিসি অধ্যাপক ড. রাশিদ আসকারী আনুষ্ঠানিকভাবে এ বিতর্ক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘাষণা করবেন। এ সময় উপস্থিত থাকবেন প্রো-ভিসি অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এম এম আব্দুল লতিফ, বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ ও সভাপতিবৃন্দ। তারপর আগামী রবিবার থেকে বিভাগ সমূহের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: