‘রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হবে’

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৬, ০৬:২৭ এএম

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ দেখানো হবে। পরে সুবিধাজনক সময়ে তাদের ফেরত পাঠানো হবে। শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘বিভিন্ন প্রতিকূলতার পরও যাঁরা এসে পড়ছেন, তাঁরা তো মানুষ। আমরা যতদিন পারি তাঁদের রাখব। তারপর তাঁদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা মিয়ানমারকে জানাব। তারা নিশ্চয় এটার ব্যবস্থা করবে।

এদিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে সৃষ্ট সহিংসতার ঘটনায় বাংলাদেশে অনুপ্রবেশকারী আটক রোহিঙ্গাদের সে দেশে ফেরত পাঠানো হচ্ছে। দুপুরে কক্সবাজারের টেকনাফ বন্দর রেস্টহাউস প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিবি মহাপরিচালক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: