পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৬, ০৩:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি পদত্যাগ করেছেন। সংবিধান সংশোধন নিয়ে গণভোটে বিপুল ভোটে হেরে যাওয়ায় পদত্যাগ করলেন তিনি। স্থানীয় সময় রোববার রাতে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন রেনজি।খবর বিবিসি, সিএনএন

ইতালির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরএআইয়ে প্রচারিত গণভোট পরবর্তী জরিপ থেকে জানা যায়, সংবিধান সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন ৪২ থেকে ৪৬ শতাংশ ভোটার। অপরদিকে বিপক্ষে ভোট দিয়েছেন ৫৪ থেকে ৫৮ শতাংশ।

গণভোটে হার মেনে নিয়ে রেনজি বলেন, ‘আমাদের সবার ভাগ্য সুপ্রসন্ন হোক।’ তিনি বলেন, সোমবার বিকেলে অনুষ্ঠেয় মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি পদত্যাগের বিষয়টি জানাবেন। এর পর প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে সরকারপ্রধান হিসেবে আড়াই বছর ধরে পালন করা দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: