মাশরাফির চোখে বিপিএলে এগিয়ে আছে যে দল

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৬, ০৪:০০ পিএম

স্পোর্টস ডেস্ক: বিপিএলের প্রথম তিন আসরে মাশরাফি বিন মুর্তজার হাতে উঠেছিল শিরোপা। প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে এবং তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাশরাফির হাতে উঠে শিরোপা। তবে এবার পাঁচ নম্বর পজিশনে থেকে শিরোপার স্বপ্ন শেষ করতে হয়েছে মাশরাফিকে।

‘মাশরাফির ট্রফি’ জিতবে কে? মাশরাফির কাছে জানতে চাওয়া হয়েছিল রংপুরের বিপক্ষে জয়ের পর। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক জানালেন, শিরোপার দৌড়ে এগিয়ে আছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

মাশরাফির ভাষ্য,‘সরাসরি বললে ঢাকা ডায়নামাইটস শিরোপা জিততে অনেকটাই এগিয়ে। ব্যালেন্স টিমের কারণেই তারা এগিয়ে থাকবে। ওদের অনেক বোলিং অপশন রয়ছে। প্লাস ব্যাটিংয়ে এগিয়ে। আট-নয় নম্বর পর্যন্ত ওদের ব্যাটসম্যান আছে এবং ওরা ভালো করছে। বিপিএলে এখন পর্যন্ত ঢাকা সবচেয়ে বেশি ভালো খেলছে।’

ঢাকার পাশাপাশি চিটাগংয়েও শিরোপার সমান দাবিদার বলেছেন মাশরাফি। তার চোখে ঢাকা এগিয়ে থাকলেও তামিমের চিটাগং ভাইকিংসকেও সমান গুরুত্ব দিয়েছেন। মাশরাফি বলেন,‘চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ এ দুই দলেরই সবচেয়ে বেশি।’

মাশরাফি পিছিয়ে রাখেননি তিনে থাকা রাজশাহী কিংসকেও। রাজশাহী কিংসকে সমীহ করে মাশরাফি বলেন,‘যারা আছে তাদেরকেও ধরতে হবে। কারণ এ ফরম্যাটে নির্দিষ্ট কাউকে পিক করা কঠিন। এ ধরণের টুর্নামেন্টে যাদের কেউ হিসেব করে না তারাও চ্যাম্পিয়ন হয়। হয়ত দেখা যাবে যারা চার নম্বরে উঠবে তারাই কাপ নিয়ে নিছে। এ ধরণের টুর্নামেন্টে এরকমই হয়।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: