চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৬, ০৩:২৫ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে রানে হারিয়ে তৃতীয় বারের মতো শিরোপা তুললো ঢাকা।

টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী কিংসকে ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ঢাকা । জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে রাজশাহীর ইনিংস। এতে ৫৬ রানের জয় পায় ঢাকা।

রাজশাহীর হয়ে নুরুল হাসান সোহান (৫), সাব্বির রহমান (২৬), মুমিনুল হক (২৭), জেমস ফ্রাঙ্কলিন (৫), ড্যারেন স্যামি (৬), আব মেহেদী হাসান মিরাজ (১), ফরহাদ রেজা (২) ও ৪ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন ।

এর আগে শিরোপা নির্ধারনি এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ঢাকা।

ঢাকার হয়ে ওপেনিং করতে নামেন মেহেদী মারুফ ও এভিন লুইস।

১২ করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে ফিরেন মেহেদী মারুফ। আফিফ হোসেনে বলে নাসির হোসেন (৫)। এছাড়া স্যামির বলে মোসাদ্দেক হোসেন (৫), ফরহাদ রেজার বলে এভিন লুইস (৪৫) ও কুমার সাঙ্গাকারা (৩৬), রান আউট ডোয়াইন ব্রাভো (১৩), সামিত প্যাটেলের বলে আন্দ্রে রাসেল (৮), ফরাহদ রেজার বলে সাকিব আল হাসান (১২) ও উইলিয়ামসের বলে আলাউদ্দিন বাবু ।

ঢাকা ডায়নামাইটসের একাদশ: মেহেদী মারুফ, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা (উইকেট রক্ষক) , নাসির হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক) , মোসাদ্দেক হোসেন সৈকত, আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম ও আবু জায়েদ।

রাজশাহী কিংসের একাদশ: মমিনুল হক, নুরুল হাসান, আফিফ হোসেন, সাব্বির রহমান, জেমস ফ্রাঙ্কলিন, সামিত প্যাটেল, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি (অধিনায়ক), ফরহাদ রেজা, নাজমুল ইসলাম ও কেসরিক উইলিয়ামস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: