দুবাই প্রবাসীদের জন্য সুখবর আসছে নতুন বছরে

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৬, ০৮:৩৮ এএম

নিউজ ডেস্ক: দুবাই ২০১৭ সালে হাজার হাজার কর্ম সংস্থান তৈরি করতে যাচ্ছেন। মহামান্য শায়খ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম দুবাইয়ের শাসক ও প্রধানমন্ত্রী তিনি , দুবাই এর নতুন কর্মস্থানের -এর জন্য ৪৭.৩ দিরহাম বিলিয়ন বাজেট অনুমোদন করেন । মহামান্য শায়খ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমে যিনি একনাগাড়ে ইউএই এর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক তিনি ২০১৭ নতুন বছরের ৪৭.৩ দিরহাম বিলিয়ন বাজেটের বিল পাশ করেন দুবাইয়ের কর্মস্থান তোইরির জন্য।

বাজেটের ২৭% যাবে অবকাঠামো ব্যয় করার জন্য আর বাকি ৩,৫০০ যাবে কর্মসংথানের উন্নয়নের জন্য। বাজেট অর্থ বিভাগের অনুযায়ী ২.৫ দিরহাম বিলিয়ন যা মোট জিডিপির ০,৬% প্রতিনিধিত্ব করে একটি ঘাটতি দেদেখানো

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: