আলটিমেটামের শেষ দিন আজ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৬, ০৫:৩৫ পিএম

ঢাকা: আজ শেষ হচ্ছে হাজারীবাগের চামড়া শিল্পনগরী সাভারে স্থানান্তরে সরকারের দেয়া আলটিমেটামের সময়সীমা। তবে এখনো অর্ধেকের বেশি কারখানা হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর হয়নি। ট্যানারি শিল্প মালিকরা বলছেন, ১শ’ ৫৪ টি শিল্প ইউনিটের মধ্যে ৫০ থেকে ৫৫ টি সাভারে কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ শুরু করতে পারবে।

সাভারের শিল্পনগরীর আলোচিত স্থাপনা-কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের দুটি মডিউল চালু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে পুরোপুরি শোধন সম্ভব হচ্ছে না বর্জ্য।

এদিকে, আজকের পর কোন কাঁচা চামড়া যেন হাজারীবাগ প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: