জাপার সম্মেলনে রাজধানীতে তীব্র যানজট

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৫ এএম

রাজধানীতে তৈরি হয়েছে তীব্র যানজটের। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে অফিসগামী এবং স্কুলগামী ছাত্র-ছাত্রীদেরকে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জাতীয় পার্টির মহা সমাবেশে। সমাবেশে আগত দলটির অনেক কর্মী উদ্যানের প্রবেশমুখে রাস্তায় অবস্থান নিয়েছে। এতে প্রায় বন্ধ হয়ে গেছে শাহবাগ-গুলিস্তান রুটের যান চলাচল।

এসময় সমাবেশে আসার সময় রওশন এরশাদ নিজেই যানজটে আটকা পড়েন।

শাহবাগ-গুলিস্তান রুটের যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিপাকে পড়েছেন অনেকেই। এ পথে আটকে আছে অনেক গাড়ি।

অন্যদিকে বিকল্প পথ হিসেবে বিজয়নগর-কাকরাইলে থেমে থেমে চলছে গাড়ি। বাড়তি গাড়ির চাপে এ রুটেও তৈরি হয়েছে তীব্র যানজটের।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: