এমপি হত্যায় আটক আরো ১৪ জন

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৫ এএম

নিউজ ডেস্ক: আততায়ীদের ছোড়া গুলিতে গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে হত্যায় জড়িত সন্দেহে আরো ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আটকের সংখ্যা দাঁড়াল ৩২ জনে। গতকাল রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, শনিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সন্দেহভাজন ৩২ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানানো সম্ভব হচ্ছে না।

প্রসঙ্গত, এমপি লিটন শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা দ্রুত তাকে অপারেশন থিয়েটারে নেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এমপি লিটনের বোন বাদী হয়ে রোববার রাতে অজ্ঞাতদের আসামি করে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: