'এখানে কোনো নাশকতার ঘটনা ঘটেনি'

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৫ এএম

ঢাকা: রাজধানী গুলশান-১ এর ডিসিসি মার্কেটের আগুনে কোনো নাশকতা নেই বলে ব্যক্তিগতভাবে মনে করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, আমার ব্যক্তিগত অভিমত এখানে কোনো নাশকতার ঘটনা ঘটেনি, নাশকতার কিছু নেই। তবে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে একটি কমিটি গঠন করা হয়েছে, আগামীকাল থেকে অনুসন্ধান চলবে। অনুসন্ধান শেষে চূড়ান্ত ফলাফল জানা যাবে।

আনিসুল হক বলেন, যারা ফায়ার সার্ভিসের গাফিলতির কথা বলছেন, তারা সব হারিয়েছেন। তাই তাদের আমি দোষ দিচ্ছি না। রাত থেকে ফায়ার সার্ভিসের প্রায় ১’শ কর্মী জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করে যাচ্ছে।

আগুনের বিষয়ে তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা হয়েছে,তারা কনফিডেন্ট আগুন আর ছড়াবে না। ভেতরে স্পট ফায়ার আছে সেখান থেকেও আর ‍আগুন ছড়ানোর সুযোগ নেই। বর্তমানে ধোঁয়া রয়েছে, তাও নিয়ন্ত্রণে চলে আসবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: