‘নতুন মুখের সন্ধান করব’

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৫ এএম

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি হিসেবে শপথ নিয়েছেন মুশফিকুর রহমান গুলজার। ৫ জানুয়ারি বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে শপথ নেন তিনি। পর পর দুইবার চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পর এবার তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি।

কর্মপরিকল্পনা সর্ম্পকে জানতে চাইলে মুশফিকুর রহমান গুলজার ‘বিডি ২৪ লাইভ’কে বলেন, ‘নতুন ভাবে, নতুন উদ্যোমে শুরু করতে যাচ্ছি। আশা করি সকল বাধা, সকল চ্যালেঞ্জ অতিক্রম করতে পারব।’

দেশের সিনেমা হল গুলো ডিজিটালাইজেশন করার ব্যাপারে সমস্ত পদক্ষেপ নিবেন বলে জানান গুলজার। তিনি বলেন, ‘সিনেমা হল গুলোকে ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে। টিকেট কালোবাজারি বন্ধ এবং বিক্রিত টিকেটের সমস্ত পাওনা নিশ্চিত করার লক্ষ্যে ই-টিকেটিং ব্যবস্থা চালু করা হবে।’

বিদেশী চলচ্চিত্রের নামে যেসব ছবি গুলো আসছে সেগুলো নিয়ন্ত্রণ করা হবে, এমনটি জানিয়ে গুলজার আরো বলেন, ‘যৌথ প্রযোজনার যেন নিয়ম মেনেই হয় তা বাস্তবায়ন করার চেষ্টা করব। এক্ষেত্রে যেন কোন প্রকারের অনিয়ম না হয় তার দিকে নজর দিব।’

চলচ্চিত্রে শিল্পীর সংকট স্বীকার করে গুলজার বলেন, ‘এফডিসির নতুন মুখের সন্ধানের মাধ্যমে আমরা অনেক ভালো ভালো শিল্পীদের পেয়েছি। বর্তমানে আমাদের শিল্পী সংকট চলছে। খুব শীঘ্রই নতুন মুখের সন্ধান চালিয়ে শিল্পী সংকট দূর করার চেষ্টা করব।’

কাগজে কলমে চলচ্চিত্রকে শিল্প ঘোষণা করা হয়েছে, বাস্তবে কতটুকু হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিল্পের বিষয়ে দাবি করে তা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করব। খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করার পরিকল্পনা রয়েছে। আমরা আমাদের সকল সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে কথা বলব।’

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন মুশফিকুর রহমান গুলজার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন বদিউল আলম খোকন। সহ সভাপতি পদে মনতাজুর রহমান আকবর, যুগ্ম মহাসচিব পদে পল্লী মালেক, অর্থ সম্পাদক পদে আহমেদ ইলিয়াস ভুইঁয়া, সাংগঠনিক সম্পাদক পদে রকিবুল আলম রকিব, আর্ন্তজাতিক বিষয়ক ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাহীন কবির টুটুল, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে মোঃ সালাহউদ্দিন নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন আবদুস সামাদ খোকন, এম. এ আউয়াল, কমল সরকার, কবীরুল ইসলাম রানা, দেওয়ান নাজমুল, বিপ্লব শরীফ, শাহ আলম কিরণ, হাফিজ উদ্দিন এবং আনিফ আকন দুলাল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: