১২ দস্যুর আত্মসমর্পণ

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০১৭, ০৪:৩৫ এএম

পটুয়াখালী প্রতিনিধি: সুন্দরবনের জলদস্যু নোয়া বাহিনীর প্রধানসহ ১২ সদস্য আত্মসমর্পণ করেছেন। শনিবার সকালে পটুয়াখালীর কুয়াকাটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন, তারা।

এ সময় দস্যুরা, ২৫টি দেশি-বিদেশি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জমা দেন। র‍্যাব জানায়, সুন্দরবনে কোনো ধরনের অপতৎপরতা সহ্য করা হবে না। আর এ কাজে যারা পেছন থেকে কলকাঠি নাড়বেন তাদেরও খুঁজে বের করে আইনে আওতায় আনা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: