শিমুল হত্যা: পাবনায় সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:৫৬ এএম

দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন থেকে পাবনায় তিন দিনের শোক কর্মসূচী ঘোষণা করেন পাবনা প্রেসক্লাব সম্পাদক আখিনুর ইসলাম রেমন। কর্মসূচীর মধ্যে আছে, পাবনা প্রেসক্লাবে তিনদিন কালো পতাকা উত্তোলন, সাংবাদিকদের কালো ব্যাজ ধারণ।

এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সাবেক পিপি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য বিজয় ভূষন রায়, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. আওয়াল কবির জয়, রানা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক রুহুল আমির রানা বিশ্বাস, অনন্য গ্রুপের চেয়ারম্যান মাহফুজ আলী কাদেরী, পাবনা জেলা বিএনপির সহসভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক সরদার মিঠু আহমেদ, দর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকি, ছাত্রদল সভাপতি হিমেল রানা, ক্যাব সাধারন সম্পাদক উপাধ্যক্ষ জেবুনেচ্ছা ববিন, সমকাল সুহৃদ সহসভাপতি মাহবুবা কাজল প্রেসক্লাবের কর্মসূচীর সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন।

আজ রোববার দুপুরে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে শহরের আব্দুল হামিদ সড়কে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। এসময় শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি সংগঠন একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, জেলা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, সমকাল স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমান, টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক নরেশ মধু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা শিমুল হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সারাদেশে সাংবাদিকরা নির্যাতন ও হত্যার মাতম শুরু হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেনা। এ কারণে দেশে সাহসী সাংবাদিকতা হুমকির মুখে পড়েছে। এদিকে, জেলার চাটমোহর ও ঈশ্বরদীতেও সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: